ষ্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে আজ বেলা ১০ ঘটিকায় জেলা মাধ্যমিক শিক্ষা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফরিদপুরের মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের বর্তমান অবস্থা এবং শিক্ষার মান উন্নয়নের পথে সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মত বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো:কামরুল আহসান তালুকদার পিএএ,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো:শাহজাহান পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) ফরিদপুর, জনাব মো:আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান উপজেলা পরিষদ ফরিদপুর।
আরো উপস্থিত ছিলেন ফরিদপুর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ মোঃ শাহজাহান সহ সকল উপজেলার ইউএনও ও উপজেলা শিক্ষা অফিসার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি গন ও এনজিও কর্মী আসমা আক্তার মুক্তা। অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রতিষ্ঠান প্রধানদের সাথে উন্মুক্ত মতবিনিময় করা হয়। বিজ্ঞ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্যে সকল শিক্ষকদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে নিয়ে ফরিদপুর কে একটি স্মার্ট জেলা হিসাবে গড়ে তুলার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা শিক্ষা অফিসার জনাব বিষ্ণুপদ ঘোষাল সকলকে একত্রিত হয়ে ফরিদপুরের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।