ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের গতির মুখে পড়ে ১১.৫ ওভারে ২৪ রানের ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রোটিয়ারা।
১২ ওভারে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪৪ রান। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকে। বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৬৭ রান। ২৯ ও ১৪ রানে অপরাজিত থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন হেনরি ক্লেসেন ও ডেভিড মিলার।