সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা’ দাবিতে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে কেন্দ্রীয় যুবদল।
বুধবার রাজধানীর ফকিরাপুল মোড় থেকে নটরডেম কলেজ রোডে এই মিছিল করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান ও যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহ-সাধারণ সম্পাদক মিয়া মো. রাসেল, শাহ নাসির উদ্দীন রুমন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, দেওয়ান অলিউদ্দিন সুমন, সহ-কুটির শিল্পবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কেএম মোসাব্বির শাফি, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুব আলম আক্তার, সদস্য মাসুদ আলম, আনোয়ার হোসেন জনি, মিজানুর রহমান সুমন, নাসিরুদ্দিন শাওন, মামুন সরকার, হেদায়েত হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা রাশেদ আল-আমিন শুভ আরমান হোসেন জিলন, ঈসমাইল হোসেন রানা প্রমুখ।