ওয়ানডে ক্রিকেটে পেস বোলার হিসেবে দ্রুততম শত উইকেট শিকারের তালিকায় শীর্ষে বসেছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তানজিদ হাসান তামিমকে এলবিডব্লিউ করার মাধ্যমে নিজের শততম উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। মাত্র ৫১ ম্যাচেই একশ উইকেট শিকারের রেকর্ড গড়লেন শাহিন। ৫২ ম্যাচে এই রেকর্ড নিয়ে এতদিন শীর্ষে ছিলেন মিচেল স্টার্ক।
ব্যক্তিগত নতুন রেকর্ড গড়ে দলকে স্মরণ করে ম্যাচশেষে শাহিন বলেন, ‘রেকর্ড ভাঙার জন্যই গড়া হয় এবং এটি আনন্দের যে আমরা পাকিস্তানের জন্য রেকর্ড গড়তে পারছি।’
সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন পাকিস্তান আছে পঞ্চম স্থানে। বিশ্বকাপে তাদের এখনো দুটি ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ও অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট পাকিস্তানের চেয়ে দুই বেশি, আট করে। আর একটি ম্যাচ জিতলেই তাদের সমান হয়ে যাবে পাকিস্তান, যদি তারা আর না জেতে। কিন্তু নেট রান রেট হবে পাকিস্তানের মাথাব্যথার কারণ।
শাহিন বলেন, ‘আমরা এখনো শীর্ষ চারে থাকতে চাই। আজ আমাদের চেষ্টা ছিল ম্যাচটি দ্রুত শেষ করা এবং নেট রানরেট উন্নত করা। দল হিসেবে গত কয়েক ম্যাচে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। কিছু ব্যয়বহুল ভুল ছিল। কিছু ক্যাচ বাদ দেওয়া হয়েছিল এবং আরও ভালো ফিল্ডিং আরও ভালো ফলাফল আনতে পারত। আমরা এখনো টুর্নামেন্টে আছি এবং আমরা ভালো করার চেষ্টা করব।
শাহিন ভালো করলেও পাকিস্তান দলের বাকি পেসাররা বেশ রান খরচ করছেন। এ দুঃসময়ে শাহিন তাদের পাশেই আছেন।
তিনি বলেন, মোহাম্মদ ওয়াসিম দারুণ বোলিং করেছেন। সাদা বলের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হারিস রউফ। লকি ফার্গুসনের মতো বোলাররাও রান দিচ্ছে। পেস বোলাররা এখানে একটু বেশি রান দিয়ে ফেলছে। হারিস কঠোর পরিশ্রম করছে, উইকেট নিয়েছে এবং আমরা আশা করি সে আরও উন্নতি করবে।