জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। ২০২১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আজ এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,গাছের চারা রোপন, শেখ রাসেল দেয়ালিকায় গল্প, কবিতা, ছবি এঁকে উপস্থাপন করা সহ কুইজ প্রতিযোগিতা, অলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলামল অহিদ,উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা,কর্মকর্তা, কর্মচারি বৃন্দ, এবং বিদ্যালয়ের প্রান সকল ছাত্র, ছাত্রী।
অনুষ্ঠানের সর্বশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেল সহ নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।