শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাসের। পথিমধ্যে বজ্রপাতে শরীর ঝলসে তার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস (৬৫) রোববার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত তাকে আঘাত হানে। এতে শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাঙ্ক্ষিত মণ্ডল তৃণা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজন মনির বিশ্বাস বলেন, সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস রোববার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছতলায় আশ্রয় নেয়। ওই সময় বজ্রপাতে শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।