কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি না দেওয়ায় আদালতের দারস্থ হয়েছেন তিনি।
জিও নিউজ জানিয়েছে, সোমবার একটি বিশেষ আদালতে আবেদন করেন সাবেক এই ক্রিকেটার। অ্যাটক জেল সুপারিনটেনডেন্ট তাকে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি দেননি বলে অভিযোগ করা হয়েছে।
ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় তাকে দোষী সাব্যস্ত করার পর তাকে গ্রেফতারের পর থেকে অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।
খবরে বলা হয়েছে, এর আগে গত মাসে সাবেক প্রধানমন্ত্রীকে তার ছেলেদের সঙ্গে কথা বলার জন্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে নথিভুক্ত মামলার শুনানির জন্য গঠিত বিশেষ আদালতের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে পিটিআই প্রধান সোমবার করা পিটিশনে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য অ্যাটক জেল সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চেয়েছেন।
পিটিশনে খান দাবি করেছেন, জেলের কর্মকর্তারা তাকে গোপন আইনের অজুহাতে তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের অনুমতি দিতে অস্বীকার করেছেন।
এর আগে পিটিআই প্রধান তার আইনজীবী উমায়ের নিয়াজি এবং শিরাজ আহমেদের মাধ্যমে বিচারক আবুল হাসনাত জুলকারনাইনের আদালতে লন্ডনে বসবাসকারী তার ছেলে কাসিম খান এবং সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।
ওই পিটিশনে ইমরান বলেছিলেন, ‘আমি আমার ছেলে কাসিম এবং সুলাইমানের সঙ্গে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে চাই।’ পরে আদালত তা অনুমোদন করে।