বরগুনার বেতাগীতে ভুয়া চেক দিয়ে গরু কেনাকে কেন্দ্র করে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে পৌর এলাকার বাসিন্দা সুজন নামের এক মাছ ব্যবসায়ীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত পৌর নিবার্চনে কাউন্সিলর হওয়ার পর বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে নিজ এলাকার একাধিক বাসিন্দার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সদ্য লাপাত্তা হন কাউন্সিলর নয়ন। পরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বরগুনা আদালত।
এনআইএক্ট’র ১৩৮ ধারায় দণ্ডিত করে গ্রেফতারি পরোয়ানা জারিও হয় কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে। তারই ভিত্তিতে শনিবার বেতাগী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গোপন সূত্রে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।