ষ্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের ইজিবাইক চালক বিশ্ব নাথ সরকার (৫৫) হত্যা মামলার ২ আসামী গ্রেফতারসহ ছিনতাইকৃত ইজিবাইক পিবিআই কতৃর্ক উদ্ধর।
গত ১৬—০৭—২০২২ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন লাশ কাটা ঘরের সামনে থেকে ইজিবাইক চালক বিশ্ব নাথ সরকারকে নিশাজাতীয় দ্রব্য খাইয়ে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। ইজিবাইক চালক বিশ্ব নাথ সরকার গত ১৭—০৭—২২ইং তারিখ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যায়। এই ব্যাপারে বিশ্ব নাথ সরকারের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং—৫৯/২২,তারিখ ১৮/০৭/২২ইং। মামলাটি কোতয়ালী থানা, দীর্ঘদিন তদন্ত করার পরও মামলার কোন আসামীকে গ্রেফতার করতে সক্ষম না হওয়ার ফলে মামলাটি পুলিশ হেড কোয়াটার পিবিআই,ফরিদপুরের উপর অর্পণ করেন। পিবিআইয়ের এস আই অখিল কুমার বিশ্বারের উপর উক্ত হত্যা মামলাটি তদন্ত ভার অর্পন করা হয়। পুলিশ সুপার পিবিআই আবুল কালাম আজাদের দিক নিদ্দের্শনায় পিবিআইয়ের চৌকস অফিসারগন বিভিন্ন স্থানে খুজাখুজি করতে থাকেন। গত ৩০/০৮/২৩ইং তারিখ ফরিদপুর সদর থানাধীন ল্যাব এ্যাড হাসপাতলের সামনে থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি দেখতে পাওয়া যায়। ইজিবাইকটির পিছনে পিছনে পিবিআই পুলিশ গোপনে অনুসন্ধানে লেগে থাকেন। অতপর ইজিবাইকটি আটক করেন। গ্রেফতারকৃত ইজিবাইক মালিকের সূত্র ধরে জানতে পারেন, আসামী কামাল মিয়া (৪৬) পিং হালিম মিয়া,বাখুন্ডা,ফরিদপুরের নিকট থেকে তিনি ইজিবা্ইকটি ক্রয় করেছিলেন। তার দেওয়া তথ্য মোতাবেক এক বছর পূর্বে ছিনতাই হওয়া ইজিবাইকটি গত ৩১/০৮/২৩ইং তারিখ পিবিআই কতৃর্ক উদ্ধার করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চোরাই ইজিবাইক ক্রয়—বিক্রয়ের সাথে জরিত মোঃ সুমন আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।