মোঃ আলমাস আলীঃ
সারা দেশের ন্যায় ফরিদপুর এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তলন, দোয়া মাহফিল, জাতীয় শোক দিবসের আলোচনা সভা,কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এর আগে দিবসের শুরুতে এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আলহাজ্ব সাইফুল ইসলাম অহিদ সহ কলেজের সকল ছাত্র/শিক্ষক ও অফিস ষ্টাফ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
জাতীয় শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার আকাশ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আলমাস আলী, ষ্টাফ রিপোর্টার ইকবাল হোসেন শুভ, অফিস সহকারী আউয়াল,হিরালাল,রবিসহ এলাকার জনসাধারন প্রমুখ