ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াসিন কবির, জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, জেলা এনএস আই এর যুগ্ম পরিচালক মোঃ মজিবুর রহমান,জেলা আনসার কমান্ডার নাদিরা পারভিন,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম রেজা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা আগামী দিনের জেলার আইনশৃঙ্খলা করণীয় বিষয়ে আলোচনা করা হয়