দৌলতদিয়া-গোয়ালন্দ ফেরিঘাটে আগে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর এখন গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরিকেই অপেক্ষা করতে হচ্ছে।
সরেজমিন শনিবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে গিয়ে যানবাহন পারাপারের জন্য ঢাকা ফেরি ও খানজাহান আলী ফেরিকে যানবাহন ও যাত্রীদের নিতে অপেক্ষা করতে দেখা যায়।
সেখানে আরও দেখা যায়, ঢাকা ফেরিতে ছোট যানবাহন ও যাত্রী উঠতে গেলে পাশেই অপেক্ষায় থাকা ফেরি খানজাহান আলীর দায়িত্বপ্রাপ্ত লোকজন যাত্রীদের তাদের ফেরিতে উঠতে অনুরোধ করেন। ঢাকা ফেরির লোকজন বাধা দিলে যাত্রীদের একটু ভোগান্তি পোহাতে হয়।
ঘাটে যাত্রীদের ভোগান্তির বিষয়ে বিআইডব্লিউটিসির ৪ নম্বর ফেরিঘাটের দায়িত্বরত টার্মিনাল সুপারভাইজার রবিন শেখ বলেন, খানজাহান আলী ফেরি মূলত সকালে ঘাটে এসেছে। আর ঢাকা ফেরি রাতে আসায় নিয়ম অনুযায়ী সকালে খানজাহান আলী ফেরিতেই যাত্রী উঠবে।
কানাইপুর থেকে দৌলতদিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রী করিম খান বলেন, ঢাকার মিরপুরে ছেলে অসুস্থ হয়ে সেখানে ভর্তি রয়েছে। সকাল ১০টার মধ্যেই সেখানে পৌঁছতে হবে। কিন্তু ঘাটে এসে দেখি ফেরি আছে। কিন্তু যানবাহন ও যাত্রী নেই। ১ ঘণ্টা অপেক্ষায় থেকে সকাল ৭টার দিকে ফেরিতে উঠে নদী পার হচ্ছি।
ঢাকামুখী মাইক্রোবাসচালক আল আমিন বলেন, এ ঘাট দিয়ে গাড়ি নিয়ে ফেরিতে নদী পারাপারের জন্য কতদিন ঘণ্টার পর ঘণ্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে। সেই সঙ্গে ফেরির লোকজনকে কত তেল মাখাতে হয়েছে তাড়াতাড়ি একটু গাড়িটি ফেরিতে উঠাতে। আর এখন গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছি। যানবাহন ও যাত্রী না পেয়ে আমাদের এখন তারা আদর করে ডেকে ফেরিতে উঠাচ্ছেন।
এ বিষয়ে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন বলেন, সকালে ফেরিতে যানবাহন ও যাত্রী কম থাকে। বর্তমানে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে মোট ১২টি ফেরি চলাচল করছে।