আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের স্তুতি গেয়েছেন।
তিনি বাবর আজমকে একজন কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন।
গুরবাজ বলেন, আমার ভাই সবসময় আমার সঙ্গে বাবরের বিষয়ে কথা বলে এবং সে বলেছিল যে, দয়া করে তার জন্য বাবরের কাছ থেকে একটি শার্ট নিতে। আমার ভাই ভালো ক্রিকেট খেলে, তাই তার প্রিয় খেলোয়াড় বাবর।
তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের কাছে বাবর আজম সবচেয়ে প্রিয় একজন। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি তার ব্যাটিং এবং যেভাবে তিনি ব্যাটিং করেন তা খুবই পছন্দ করি। আমার কাছে তিনি এখন একজন কিংবদন্তি।
এ মুহূর্তে লংকা প্রিমিয়ার লিগে খেলছেন বাবর। কিন্তু এশিয়া কাপের প্রস্তুতিতেও কোনো ফাঁক রাখতে চাইছেন না তিনি। শ্রীলংকায় তাদের খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে তার। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ রয়েছে।