ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়ক সংলগ্ন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি , সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ন সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, কোতোয়ালি থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক।
অনুষ্ঠান পরিচালনা করেন , জেলা মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্পা দাস, যুগ্ম আহ্বায়ক রমা খান, নাজমুন নাহার।
সভায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা শহিদুল ইসলাম।