ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে গিয়েছিলেন। যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন পার্কে জিরিয়ে নিয়েছেন তারা। সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন শাকিব। যেখানে লম্বা চুল ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে আছেন শাকিব। পাশেই একটি বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছে আব্রাম! ছবিটি পোস্ট করে শাকিব লেখেন- ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’।
অপু বিশ্বাস এখনো সুপারস্টারের সাবেক স্ত্রী। অন্যদিকে আলাদা থাকলেও কাগজে-কলমে বুবলী এখনো শাকিব খানের স্ত্রী। এই তারকা দম্পতির সন্তান শেহজাদ খান বীর। ছোট ছেলের সঙ্গে শাকিবকে খুব একটা দেখা যায় না। তার প্রতি শাকিব ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা সেই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
বুবলী বলেন- ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়।
তাহলে কি শাকিব খান তাঁর ছোট সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন না—এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে।’
শাকিবের ঘনিষ্ঠজন বলেন, বীরের মাসিক খরচ বহন করেন তার বাবা। তাহলে আপনি মা হয়ে ছেলের জন্য বাবার দায়িত্বও পালনের কথা বলছেন কেন? প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি সবকিছুই ডিটেইলস বলেছি। শেহজাদের মা–ও আমি, বাবাও আমি। এর মর্ম যারা বোঝার, তারা বুঝবেন। সবকিছুর উত্তর এর মধ্যে আছে। এর বেশি আর কিছু না বলি।’