ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ৯ টায় তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান বিপিএম (সেবা), সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ জনাব অসীম কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে শেখ পরিবারের যে অবদান তা তুলে ধরেন আলোচক বৃন্দ।
তারা দেশের যুব সমাজ কে দেশ সেবায় উদ্বুদ্ধ করতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের যে অবদান তা তুলে ধরেন ও ক্রীড়া ক্ষেত্রে তার যে অবদান তা তুলে ধরা হয়।