অদ্য ০৬ জুলাই, ২০২৩ তারিখে ফরিদপুর জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির ৩৬তম সভা জেলাপ্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ৩৮ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনাব হ র ম রফিকউল্লাহ উপ মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় ফরিদপুরের সঞ্চালনায় সভায় জনাব দেওয়ান আবদুল কাদের জিলানী, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জনাব মো: সিদ্দিকুর রহমান, পরিচালক, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ, সহসভাপতি, নাসিবসহ ফরিদপুরে কর্মরত ৩৮টি ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপন ও সভা পরিচালনায় সহযোগিতা করেন জনাব মোঃ মাইনুল হাসান, শিল্পনগরী কর্মকর্তা বিসিক শিল্পনগরী ফরিদপুর। সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বিসিক জেলা কার্যালয়, ফরিদপুরের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান যে, সারা দেশের তুলনায় ফরিদপুরে ঋণ বিতরণের হার অনেক ভালো।