শিরোনামঃ
ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুরে কোটা আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল  ফরিদপুর ডায়বেটিক সমিতির সেবা দিবস পালিত ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলমের বিদায় সংবর্ধনা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৪ তম জন্মদিন পালন ফরিদপুরে  ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত নকল শিশু খাদ্যের কারখানায় ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হচ্ছে ফরিদপুরে ইলিশের দাম কমেনি ফরিদপুরে ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দূর্গাপুজাকে কেন্দ্র করে কেউ সমাজের শান্তি শৃংখলা যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে – জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ফরিদপুর কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌অভিযান
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

মালদ্বীপকে কাঁদিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩

Spread the love

লেবাননের কাছে হেরে হতাশা ভর করেছিল। শঙ্কা জেগেছিল আরও একবার সাফের গ্রুপপর্ব থেকে বিদায়ের। এক জয়ে আশা কিছুটা হলেও জিইয়ে রাখল বাংলাদেশ। সাফে ২০ বছর পর মালদ্বীপকে হারিয়ে উচ্ছ্বাসের ভেলায় ভাসলেন জামাল ভূঁইয়ারা।

রোববার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ গোলে হারায় মালদ্বীপকে। এই জয়ের পর সাফের শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

দারুণ এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ৫১ ভাগ সময় বল দখলে রেখে মোট ২০টি শট নেয় তারা, যার নয়টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সাত শটের মাত্র দুটি লক্ষ্যে রেখেও একটি গোল আদায় করে নেয় মালদ্বীপ। বাঁচা-মরার ম্যাচে গোল করে দলের জয়ে অবদান রাখায় তৃপ্ত রাকিব হোসেন। তার কথায়, ‘সাফে এটি প্রথম গোল আমার। ম্যাচও জিতেছি।
এটা বেশি ভালো লাগছে। আসলে আগে লং বল খেলতাম। এখন পাসিং ফুটবল খেলছি। বিল্ড আপ খেলছি। পুরো দল বদলে গেছে। আক্রমণাÍক ফুটবল খেলছি। তাই জিতেছি।’ ভুটানের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে তার কথা, ‘এই ম্যাচ জিতে বেশি আনন্দ করতে চাই না। কারণ সামনে ভুটানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা জিততে চাই। সবাই আমাদের সাপোর্ট দেবেন।’

হারলে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে যেত জামাল ভূঁইয়াদের। মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। যদিও স্রোতের বিপরীতে ১৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। বক্সের বেশ বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন হামজা মোহাম্মদ (১-০)। বিরতির ঠিক আগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
৪২ মিনিটে সোহেল রানা উঁচু করে বল দেন বক্সের মধ্যে। তপু হেডেই পাস দেন রাকিব হোসেনকে। রাকিবও দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান (১-১)। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ৪৬ মিনিটে বিশ্বনাথ ঘোষের হেড বক্সের একটু ওপর দিয়ে চলে যায়। ৬২ মিনিটে কোচ হাভিয়ের কাবরেরা মজিবুর রহমান জনি, মোরসালিন ও ইব্রাহিমকে নামান। এই তিনজন নামার পর বাংলাদেশের আক্রমণের ধার আরও বাড়ে। মিনিটপাঁচেক পর (৬৭ মিনিটে) এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় চেষ্টায় জটলার মধ্য থেকে তারেক কাজী বল জালে জড়ান (২-১)। লেবাননের বিপক্ষে তার ভুলেই গোল হজম করেছিল বাংলাদেশ। এবার যেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন প্রবাসী এই ফুটবলার। তবে ৮১ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তারেক কাজী। এর কিছুক্ষণ পর বল নিয়ে সময় নষ্ট করে হলুদ কার্ড দেখেন ইসা ফয়সাল। ম্যাচের অন্তিম সময়ে বিশ্বনাথের বানিয়ে দেওয়া বল বক্সের ডানপাশে পেয়ে একজনকে কাটিয়ে চোখ ধাঁধানো এক গোল করেন মোরসালিন (৩-১)। পরের মিনিটে হামজার জোরালো শট পোস্টে লেগে ফিরলে ম্যাচে আর ফেরা হয়নি মালদ্বীপের। শেষে ৩-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০