ইরানের চার কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইউরোপিয়ান কাউন্সিল শুক্রবার এক বিবৃততে এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। তবে শুধু ইরান নয়, এদিন বিশ্বের বিভিন্ন দেশের ৮৭ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ২৭ দেশের সংগঠনটি।
নিষেধাজ্ঞা আরোপ করা এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা সরাসরি রাশিয়ার সামরিক এবং শিল্প কমপ্লেক্সগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। বিশ্বের এসব কোম্পানি পণ্য এবং প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের আওতায় পড়বে।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির যে চার কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল অভিযোগ করেছে যে, কোম্পানিগুলো ড্রোন তৈরি করে তা রাশিয়াকে সরবরাহ করে।
ইরানি কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে, এগুলো বাণিজ্য বিধিনিষেধের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির সঙ্গে জড়িত ছিল এবং রাশিয়ার সামরিক ও শিল্প কমপ্লেক্সের জন্য ইলেকট্রনিক উপাদানগুলোর উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহ করে আসছে।
অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বের ৮৭ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছে যে, এসব কোম্পানি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী।