শেষ ২ বলে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য দরকার ১০ রান। নাটকীয় এক লড়াইয়ে শেষটায় এসে হতাশায় ডোবার মতো অবস্থা মহেন্দ্র সিং ধোনির দলের। কে জানতো, এরপরও নাটক বাকি আছে!
সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম রুদ্ধশ্বাস এক ফাইনালের সাক্ষী হলো। শেষ দুই বলে ছক্কা আর চার হাঁকিয়ে বৃষ্টি আইনে চেন্নাইকে ৫ উইকেটের নাটকীয় জয় এনে দিলেন রবীন্দ্র জাদেজা।
হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে জয় না পেলেও মাশরাফি বিন মর্তুজার চোখে ফাইনালের পার্থক্য গড়ে দিয়েছে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব।
১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। উইকেটে ছিলেন শিবম দুবে ও জাদেজা। প্রথম চার বলে মোহিত শর্মা দিয়েছেন তিন রান। শেষ দুই বলে যখন ১০ রান দরকার, তখনই মোহিতকে ডেকে কিছু বললেন গুজরাটের অধিনায়ক পান্ডিয়া। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা ও চার মেরে চেন্নাইকে পঞ্চম আইপিএল শিরোপা এনে দেন জাদেজা।
জাদেজার বীরত্বপূর্ণ ব্যাটিং ছাপিয়েও মাশরাফি এখানে টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিকের নেতৃত্বের তুলনা।
মাশরাফির মতে, দারুণ ছন্দে থাকা মোহিতকে হার্দিকের থামিয়ে দেওয়াটাই গুজরাটের নিশ্চিত শিরোপা হাতছাড়া হওয়ার কারণ। যেখানে এমন পরিস্থিতিতে ধোনি সচরাচর এমনটা করেন না।
ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘প্রথম চারটা দারুণ বলের পরে মোহিতের ছন্দ নষ্ট করল, যেখানে মোমেন্টাম গুজরাটের পক্ষেই ছিল। অবশ্যই জাদেজার দুটি শটই নির্ধারণ করেছে, তবে চেন্নাইয়ের জেতার জন্য এবং জাদেজাকে মনোযোগী হওয়ার জন্য ওই সময়টুকুও গুজরাটকে শেষ করেছে। মাহির সঙ্গে হার্দিকের পার্থক্য এখানেই পরিষ্কার।