আই এম টি থেকে পাসকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনাশর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান ও সিওসি তৃতীয় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবীতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ফরিদপুরের শিক্ষার্থীবৃন্দের আয়োজন ও শিক্ষার্থী আতিক হোসেনের (মেরিন সপ্তম পর্ব) সভাপতিত্বে শহরস্থ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় এক মানববন্ধন, কর্মসূচি পালিত হয়।
এ সময় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ফরিদপুরের শিক্ষার্থী সিফাত হোসেন (মেরিন সপ্তম পর্ব), মোঃ রাউফু ইসলাম নিশাত (মেরিন মেরিন পঞ্চম পর্ব), জুবায়ের আলম ( মেরিন মেরিন পঞ্চম পর্ব)সহ অএ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উত্তর মানববন্ধনে বক্তারা বলেন ২০১০ সাল হতে অদ্যাবধি ও ভবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনাশর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রধান ও মার্চেন্ডশিপ এ বারো মাস সী সার্ভিস সম্পূর্ণ করার পরে সিওসি তৃতীয় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।