ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভূমি সেবা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় ২০জন বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার হিসাবে বই। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের কবি জসিমউদ্দীন হলে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত ভূমি বিষয়ক প্রতিযোগিতার অতিথি হিসাবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী, আরডিসি দীপ জন মিত্র, সদর সহকারি কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান প্রমুখ ।
এ প্রতিযোগিতায় জেলা সদর উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী বলেন, প্রত্যেক নাগরিকের ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা জরুরী, এটা তার নিজ প্রয়োজনেই। সেই লক্ষ্যেই আমরা জেলা নয় উপজেলাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমি বিষয়ে কিছু প্রশ্ন দিয়ে ছিলাম । সদর উপজেলার মতো অন্যসকল উপজেলাতেও একই সময়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।