শনিবার আনুমানিক রাত ০২:৪৫ মিনিটের সময় ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা বাজারে ১৫/২০ জন সংঘবদ্ধ ডাকাতদল বাজারের দায়িত্বরত ০৫ জন সিকিউরিটি গার্ডকে জিম্মি করে
১। সেলিম মিয়া, (ফ্লেক্সিলড এর দোকান),
২। রিপন ফল ভান্ডার,
৩। রাজীব শেখ, (চাউলের দোকান),
৪। গোবিন্দ দত্ত,( মুক্তা জুয়েলার্স)
৫। ধীরেন চন্দ্র বিশ্বাস, (মা জুয়েলার্স),
৬। ফজলুল হক তালুকদার, (তালুকদার হার্ডওয়ার),
৭। নিউ নজরুল স্টোর, (মুদি দোকান),
৮। নজরুল ইসলাম, (মুদি দোকান,)
৯। উৎপল দত্ত, (অনিক জুয়েলার্স) ও ,
১০/ দেলোয়ার হোসেনের ,(টিভি ফ্রিজের দোকান)


দোকানে অবস্থানকারী কর্মচারীদের মারধর করে সর্বমোট ৫,৫০,০০০/- টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় একজন সিকিউরিটি গার্ড আহত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে