কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ১০দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে সংগঠনের সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ৯ঃ২০ মিনিটে ফরিদপুর শহরের কি পাইলাম মোড় হতে টেপাখোলা বাজার পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম জাফর, কোতোয়ালি থানা বিএনপির সাধারন সম্পাদক মো: রঞ্জন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ ৷