1. admin@banglarakash.com : admin :
August 23, 2025, 8:51 pm

পরোয়ানা ছাড়াই মজনুকে গ্রেফতার: ফখরুল

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : Monday, May 22, 2023,
  • 15 Time View
Spread the love

কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রফিকুল আলম মজনুকে গ্রেফতার বা হয়রানি না করতে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। সেটি অমান্য করে তাকে তুলে নিয়ে গিয়ে আদালতের প্রতি অসম্মান জানানো হয়েছে।

সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়েই সরকার বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলেই তারা বেসামাল হয়ে পড়ে।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, সেটি আড়াল করতে সরকার আরও বেশি জুলুমের পথ বেছে নিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় চেতনায় সাজিয়ে ‘প্রাইভেট বাহিনীর’ মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বলেন, দুঃশাসনের নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই রফিকুল আলমকে রাতে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

বিবৃতিতে মির্জা ফখরুল আটক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT