সড়ক দুর্ঘটনায় কলকাতার এক উঠতি অভিনেত্রী নিহত হয়েছেন। তার নাম সুচন্দ্রা দাসগুপ্ত (৩০)।
শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বরাহনগর শহরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে শুটিং শেষ করে ভাড়ায় চালিত একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগরে একটি ট্র্যাফিক সিগন্যালে বাইকটির সামনে হঠাৎ একটি সাইকেল এসে পড়ে।
চালক নিয়ন্ত্রণ হারালে বাইক থেকে উল্টে পড়ে যান অভিনেত্রী। সুচন্দ্রার মাথায় হেলমেট ছিল। তবে রাস্তায় পড়ে উঠতে পারেননি। ওই সময় পেছন থেকে দ্রুত গতির একটি ১০ চাকার লরি নিচে পিষ্ট হন অভিনেত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চাকরির পাশাপাশি নাটক-থিয়েটারের রিহার্সেল করতেন সুচন্দ্রা। সম্প্রতি চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় শুরু করেন। দুটি সিরিয়ালে কাজ করেছেন। সম্প্রতি একটি টিভি সিরিয়ালে কাজ শুরু করেছিলেন তিনি।
সুচন্দ্রার বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। স্বামীর সঙ্গে নরেন্দ্রপুরে একটি বাসায় থাকতেন। শনিবার রাতে বাবার সঙ্গে দেখা করতে বাড়ি যাচ্ছিলেন তিনি।