ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ডাঙ্গীর পাড় এলাকায় ওয়াই ফাই লাইন সংযোগ দেওয়কে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব শত্রুতার জের ধরে আজ শনিবার বেলা একটায় আবু সালেহ পিতা- এলমেদ শেখ গ্রাম- কৃষ্ণনগর উপজেলা- ফরিদপুর সদর জেলা-ফরিদপুর ২/৩ জন সংঘবদ্ধভাবে একই এলাকার মোঃ এখলাস পিতা-মোস্তাক মন্ডল, মোঃ শফিক মন্ডল, পিতা- মোস্তাক মন্ডল সোবহান মন্ডল পিতা-আব্বাস মন্ডল সর্বসাং- কৃষ্ণনগর উপজেলা – ফরিদপুর সদর জেলা- ফরিদপুরদ্বয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।