মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন। স্থানীয় সময় শনিবার রাত ১০টা থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদের নেতা বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি মিশরীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলু মিশরীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, কায়রো প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়টি উভয় পক্ষ নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আনাদুলুর হাতে আসা চুক্তিপত্রে বলা হয়েছে, উভয় পক্ষই চুক্তির আলোকে বেসামরিক লোকদের টার্গেট করা, বাড়িঘর ধ্বংস করা এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যক্তিদের টার্গেট করা বন্ধ করবে।
এদিকে আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সিনিয়র নেতা মোহাম্মদ আল-হিন্দি তার গ্রুপের পক্ষ থেকে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গত ২ মে ইসরাইলি কারাগারে একজন ফিলিস্তিনি অনশনকারীর মৃত্যুর পর গাজা থেকে রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার পর্যন্ত বিমান হামলা চালানো হয়েছে, যা ইসরাইলি অঞ্চলে তাদের অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারোর অংশ।