দুবাইয়ে পড়াশোনা করে নওয়াজ উদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর দুই সন্তান ইয়ানি ও শোরা। গত কয়েক মাস ধরে নওয়াজ ও আলিয়ার দাম্পত্য কলহের প্রভাব পড়েছিল তাদের জীবনেও। প্রায় বন্ধ হতে বসেছিল ইয়ানি ও শোরার লেখাপড়া। সেদিকে নজর দিয়ে গত এপ্রিলের প্রথম দিকে নওয়াজ ও আলিয়ার দুই সন্তানকে দুবাই পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতের এই নির্দেশের প্রায় এক মাসের মাথায় দুবাইমুখী নওয়াজ। নওয়াজ়র স্ত্রী আলিয়ার দাবি— ‘আমি চাই, দুবাইয়ের বাড়ির চুক্তিতে নওয়াজ়ের নাম থাকুক। সব দায়িত্ব ওরই নেওয়ার কথা। তাই কোনো অসুবিধা হলে ওর নাম থাকলে, সে ক্ষেত্রে সমস্যার সমাধান করা সহজ হবে।’
আলিয়া আরও বলেন, ‘আমার মেয়ে ভারতের থেকে দুবাই বেশি পছন্দ করে। আমি কাজের জন্য ভারত ও দুবাইয়ের মধ্যে যাতায়াত করব। আর্থিক দিক থেকে নওয়াজ় ওর দায়িত্ব পালন করছে। ও দুবাইয়ে এলে আমরা বাকি আলোচনা করব।’
এদিকে আদালতের চৌহদ্দি পেরিয়ে এবার নিজের আগামী ছবির প্রচারে নেমেছেন নওয়াজ় উদ্দিন। আপাতত অভিনেত্রী নেহা শর্মার সঙ্গে ‘যোগীরা সা রা রা রা’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘আফওয়া’। ওই ছবির প্রচারেও কম-বেশি দেখা গেছে তাকে।