ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের জনৈক শ্যামল কুমারের মালিকানাধীন নব ইলেকট্রনিক নামক একটি দোকানে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় সময় ২/৩ জন সংঘবদ্ধ চোর দোকানের শার্টার কেটে প্রায় ৪,০০০০০/- থেকে ৪,৫০,০০০/- টাকার মালামাল নিয়ে প্রাইভেট কার যোগে চলে যায়।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংক্রান্তে আইনানুগত ব্যবস্থা চলমান রয়েছে।