ফরিদপুরের মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় দুটি মামলায় আটক ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।
মঙ্গলবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর কার্যক্রমে বাঁধা প্রদান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের ইন্ধন দেয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।
একারণে তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তসহ কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় আজ মঙ্গলবার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক টোকন কে গ্রেফতার করেছে পুলিশ।
মোট ৭ জন আসামী গ্রেফতার বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা শহিদুল ইসলাম।
উল্লেখ, গত ৪ মে মধুখালী উপজেলার নির্বাহী কর্র্মকর্তার উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মধুখালী থানায় দুটি মামলা দায়ের করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যগন। ওই মামলায় এজাহার ভুক্ত আসামী ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ। দুটি মামলায় ৫ শতাধিক আসামি রয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার চেয়ারম্যানকে দুইদিনের এবং বাকি তিনজনের একদিনের রিমান্ড মঞ্জুর করে।