পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০ বাস্তবায়নে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুরের যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক ফরিদপুর মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে জেলার পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চাষীগণের সাথে এক জনসচেতনতা মূলক সভা আজ সকাল ১১ টায় ফরিদপুর শহরের সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) বস্ত্র ও পাট মন্ত্রণালয় মোঃ মাহমুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পাট অধিদপ্তর ঢাকা ডঃ সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে পাট অধিদপ্তর ঢাকার উপ- পরিচালক লুৎফর রহমান, উপ- পরিচালক জাহাঙ্গীর হোসেন,করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, পাট অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চাষীগন উপস্থিত ছিলেন। ।
সভায় বক্তারা বলেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পর পাট ও পাট সংশ্লিষ্ট পন্যকে বিশ্ব বাজারে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকার পাট আইন ২০১৭ প্রণযন, পরিবেশ দূষণারোধে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি,ধান,চাল, গম,সারসহ ১৯ টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহারে বাধ্যতামূলক করণ, এ আইন অমান্যকারীর শাস্তি অনধিক এক বছরের কারাদণ্ড প্রদান,আইনটি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনের সহযোগিতায় সমগ্র দেশে ইতিমধ্যে ৬১৭৫ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ কেটি ৬৪ লক্ষ টাকা জরিমানা করা , পাট ও পাট পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহনসহ উন্নতমানের পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়েছে।