ফরিদপুরের গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম শুভ জন্ম তিথি উপলক্ষে চলছে নয় দিনব্যাপী উৎসব। অন্যদিকে শহরের মহিম স্কুলের মাঠে উৎসব গত শনিবার থেকে আরম্ভ হয়েছে নয়দিনব্যাপী মেলা । আর মেলা কে কেন্দ্র করে ফরিদপুরের সব শ্রেণীর জনগণ ভির করছেন সেই মাঠে।
খোঁজখবর নিয়ে জানা গেছে মেলার বেচাকেনা শুরু হয় বিকাল তিনটার পর এবং তা চলে রাত বারোটা থেকে একটা পর্যন্ত। দোকানিরা জানান এখানে খাবারের দোকান কসমেটিকসের দোকান এবং স্টেশনারী দোকানে বেচাকেনা তুলনামূলক বেশি।
তাছাড়া বাজে আবহাওয়া না থাকলে তাদের বেচাকেনা আরো ভালো হতো বলে জানান। এদিকে মেলায় প্রায় ২০০ টি স্টল অংশগ্রহণ করছে এছাড়া ভাসমান দোকান রয়েছে অনেক । এ ব্যাপারে মেলার কর্মকর্তা মামুনুর রশিদ কুটি , ইসমাইল হোসেন লাবলু ও ফরহাদ বিশ্বাস এ প্রতিবেদককে জানান তারা প্রায় ৪৫ বছর ধরে এখানে মেলা পরিচালনা করছেন। আজ পর্যন্ত কোনদিনই কোন অপীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। এবারও তা হবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে মেলা চলাকালে সর্বস্তরের জনগণের সহযোগিতা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

এদিকে এ মেলা কে কেন্দ্র করে ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার দোকানীরা অংশগ্রহণ করছেন। তারা অনেকেই মেলার বেচাকেনায় সন্তুষ্ট। আবার অনেকে আশা করছেন মেলার বাকি যে দিনগুলি রয়েছে তাতে তারা কাঙ্খিত বেচাকেনা করতে পারবেন। সবকিছু মিলে তার মেলাতে ভালো একটা পরিসমাপ্তি আশা করছেন ।