এস ইসলাম:
ফরিদপুর হাসিবুল হাসান লাভলু সড়কে, এস এ মান্নান সপিং কমপ্লেক্স স্বপ্নর ৩১৮ তম আউটলেট উদ্বোধন করা হলো আজ বেলা বারোটায় ।
কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার , এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ধরনের মূল্য ছাড়ের মাধ্যমে আউটলেটের যাত্রা শুরু করলো স্বপ্ন।
রকেট ও নেক্সাস কার্ডের মাধ্যমে পেমেন্ট এ ১০-২০% ক্যাশব্যাক রয়েছে।
প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আরো আছে অর্ধেক দামে পণ্য একটা কিনলে একটা ফ্রি।
বাজারে ভেজাল /নকল পণ্যের চেয়ে স্বপ্নে পাওয়া যাবে ১০০% অরজিনাল পণ্য, এবং দেশি-বিদেশি কসমেটিক্স। আরো সুবিধা রয়েছে ফ্রি হোম ডেলিভার। হাউজ হোল্ড পণ্য, মুদীপণ্য,
বেশি-বিদেশি কসমেটিক্স, পোশাক, ফলমূল,
বেবি ফুড অ্যান্ড ডাইপার। স্যানিটারী আইটেম,
প্যাকেজ এন্ড বেভারেজ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের মেয়র জনাব অমিতাভ বোস এবং কাজী জাহিদুল আলম জোনাল ম্যানেজার ফরিদপুর এবং বরিশাল বিভাগ (স্বপ্ন- এসিআই), হাসান মাতুবর ডেপুটি ম্যানেজার, ফরিদপুর & খুলনা (স্বপ্ন- এসিআই) ফরিদপুর আলিপুর আউটলেট পার্টনার এমডি ফিরোজ উদ্দিন এবং এম মুরাদ রহমান অরণ্য। আউটলেটের ল্যান্ড লড- এস এম সাহিদ হোসেন। সম্মানীয় ব্যক্তি বর্গ, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং এলাকাবাসী।