ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এ অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর – ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান বিপিএম, ফরিদপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, জেলা সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ সকল উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ফরিদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।