ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের পুর্বখাবাসপুর মিয়াপাড়া সড়কে নিজ বাসা থেকে ঝুমা আক্তার নামে এক নারীর অর্ধগলিত মরদেহ ও শহরতলীর ডোমরাকান্দী এলাকার সড়কের পাশ থেকে সামিউল শেখ মিন্টু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে ঝুমা আক্তার মা ও বোনের সাথে ওই বাড়িতে বসবাস করতেন। রোববার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বারান্দার খাটের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ৪/৫ দিন আগেই ঝুমা আক্তারের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝুমা আক্তারের মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তার(২৭) কে আটক করেছে পুলিশ।
এদিকে ট্রিপল নাইন এ খবর পেয়ে শহরতলীর ডোমরাকান্দি এলাকায় পাকা সড়কের উপরে পড়ে থাকা সামিউল শেখ মিন্টুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সে ফরিদপুরের সালথা উপজেলার সাধুহাটি গ্রামের আইয়ুব শেখের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।