ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে এক যুবতীর অর্ধ গলিতলাশ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে তার মা ও বোনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া এলাকায় আজ রবিবার বেলা বারোটা নাগাদ ফরিদপুর সদরের পশ্চিম খাবাসপুর মিয়া পাড়া সড়কের মৃত আব্দুল আাহাদ এর বসত ঘরের ভিতর উক্ত লাশটি পাওয়া যায।
এ ব্যাপারে ঘটনার সংক্ষিপ্ত বিবরণে: জানা যায় বেলা ১২. টার সময় কোতোয়ালি থানাধীন পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়কের মৃত আব্দুল আহাদ এর বসত ঘরের ভিতর খাটের নিচে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে ৯৯৯ খবর দেয়। সংবাদ পেয়ে কোতয়ালি থানার এসআই দিপংকর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এ ব্যাপারে সিআইডি ফরিদপুর কে অবহিত করিয়াছে। উক্ত ঘটনায় ১। মৃতের মা মনোয়ারা বেগম ও বোন সুমা আক্তারকে পুলিশ আটক করে।