ফরিদপুর জেলা প্রতিনিধি
জসিম পল্লী মেলায় গত মঙ্গলবার রাতে ফরিদপুরের অন্যতম নাট্য সংগঠন শান্তনাট্য দল তাদের নাটক পরিবেশন করেছে এছাড়া পল্লীগীতি পরিবেশন করেছে মুরারীদহ যুব সমাজ উন্নয়ন সংঘ।
মঞ্চে শেষ অনুষ্ঠান করে শান্তনাট্য দল। একটি ব্যতিক্রমধর্মী ঘটনা নিয়ে নাটক চর দখল মঞ্চস্থ করে তারা।
সুশীল কুমার সরকারের রচনা ও নির্দেশনায়
এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন , সুশীল, কানাই, নিখিল, লিটন , মুজাহার রাকিব বেলায়েত, চৈতি হীরা, নিজাম ও বকুল , রাবেয়া ও সোহান ।
এই নাটকটি তাদের এ মেলাতে প্রথমবারের মতো প্রদর্শিত হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে।
এর আগে মুরারিদহ যুবসমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে মঞ্চে পল্লীগীতি পরিবেশন করেন বিভূতিভূষণ সরকার , হোসেন চিশতী, চুল্লু জাহিদ, সমীর কুমার সাহা, বিভোর ও চৈতি। অনুষ্ঠানে তারা সাতটি গান পরিবেশন করেন।