1. admin@banglarakash.com : admin :
November 12, 2025, 8:28 pm
শিরোনাম :
রাজবাড়ীতে পাটকলের দুই গুদামে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সেনাবাহিনীতে ১৯৮০ সালের হেলিকপ্টার কেনার আয়োজন ১৩ তারিখ ঢাকা যাওয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আটক ফরিদপুরে আইএমও ‌ এর উদ্যোগে ‌ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ পাঁচে সিটি, ব্র্যাক, ইউসিবি, যমুনা ও পূবালী ব্যাংক আজ বিশ্ব বিজ্ঞান দিবস প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ছুটির দিনে জমজমাট ফরিদপুরের ফুটপাতের ‌ শীতবস্ত্রের দোকান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : Friday, January 27, 2023,
  • 54 Time View
Spread the love

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুরে ছুটি দিনের জমজমাট আকার ধারণ করে ‌ ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে।
এছাড়া দাম কম থাকার কারণে বিভিন্ন শ্রেণী পেশার লোক অনেকাংশে নির্ভর হয়ে পড়েন এই দিনে।
এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে শহরের অন্যান্য দিনে যে পরিমাণ শীতবস্ত্র বিক্রি হয় তার থেকে বেশি বিক্রয় হয় ছুটির দিনে।
শহরের বলাকা সুপার মার্কেট ‌, রায় প্লাজা, ‌ বেইলি ব্রিজ পাশে রাস্তায় এইসব মালামাল বিক্রি হয়ে থাকে।
এসব মালামালের দাম অত্যন্ত কম মাত্র ২০ টাকা থেকে শুরু। আর সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় বলে সব ধরনের ক্রেতাদের নজর থাকে এই এসব দোকানের দিকে।
এব্যাপারে আব্দুল নামের একজন দোকানী জানান, আমাদের এখানে জামাকাপড়ের মধ্যে জ্যাকেট, সোয়েটার, মুজা, মাফলার, কান টুপি এ সমস্ত মূলত বিক্রি হয়। এছাড়া মহিলাদের সোয়েটার ও‌ মোজা বিক্রি হয়।


তিনি বলেন আমাদের বেচাকেনা মূলত শুক্রবারে বেশি থাকে। কেননা বন্ধের দিন থাকার কারণে ‌ এবং তুলনামূলক কম দামের কারণে ‌ বেশিরভাগ লোকই আমাদের এখান থেকে জিনিসপত্র কিনে নেন। তবে এক্ষেত্রে শহরাঞ্চল থেকে গ্রামের লোকের সংখ্যাটাই বেশি। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকার ভিতরে শীত বস্ত্র পাওয়া যায়।
এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতা জানান শহরের অভিজাত দোকানগুলোতে বা মার্কেটে শীতের জামা কাপড়ের দাম অত্যন্ত বেশি ‌ সেখানে অন্তত ৫০০-৭০০ টাকার নিচে ভালো কোন জিনিস আশা করা যায় না। কিন্তু এখানে ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে অনেক ভালো এবং উন্নত মানের শীতবস্ত্র পাওয়া যায় ‌ সেজন্যই আমরা এখানে আসি।
এখানকার মান মোটামুটি ভালো এবং এর দাম কম হওয়ায় কারণে ইচ্ছামতো শীতের কাপড় গুলো কিনতে পারি।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT