বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ
চার বছর পর পর্দায় এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তির আগে তাকে বেশ ঝড় সামলাতে হয়েছে। মামলা, হুমকি-এসবের মধ্যেই ‘পাঠান’ রীতিমতো ঝড় তুলেছে পর্দায়। ভারতের অনেক জায়গায় টিকিটের জন্য চলছে হাহাকার।
২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনেই সিনেমাটির হিন্দি সংস্করণ আয় করেছে প্রায় ৫১ কোটি রুপি। এ আয়ের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের ‘বাহুবলী-২’ সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। ‘বাহুবলী-২’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪৭ কোটি রুপি। তবে ভাঙতে পারেনি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-এর রেকর্ড। প্রথম দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ আয় করেছিল ৫২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বক্সঅফিস হিসাবে পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে যে আয় করেছে সেটা আগেই প্রত্যাশা করা হয়েছিল। যদিও অনেকে বলেছেন শাহরুখ সবাইকে ছাড়িয়ে যাবেন, গিয়েছেনও। করোনা মহামারিপরবর্তী গত কয়েক বছরে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ের রেকর্ডে অবশ্য এখন পর্যন্ত ‘পাঠান’ই সেরা।
(আহৃত)