বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সবগুলো তলায়। এ সময় ধোয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অগ্নিকাণ্ডের সময় ৩০০ জনের মতো বাসিন্দা ছিলেন ভবনটিতে; যাদের বেশিরভাগই প্রবীণ।
পরে খবর পেয়ে আটকে পড়াদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় ভবনটির বেশ কয়েকটি তলা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
(আহৃত)