বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ
ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালি সময়ের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আজ বেলা ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক সেলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস, সাবেক সাধারণ সম্পাদক ও হাসানুজ্জামান, পত্রিকার বিশেষ প্রতিনিধি আলমাস হোসেন, নগরকান্দা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক ফরিদপুর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক শ্রাবণ হাসান।
সভায় বক্তারা বলেন দৈনিক বাঙ্গালি সময় পত্রিকাটি ফরিদপুরের সব ধরনের লোকের কাছে অন্যতম গণমাধ্যম হিসেবে সবার আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে কেক কাটা অনুষ্ঠিত হয়।