জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রবিবার জানিয়েছেন, পোল্যান্ড লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলে তার দেশ বাধা হয়ে দাঁড়াবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আনালেনা বেয়ারবক বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন করা হয়নি। যদি জানতে চাওয়া হয়, তাহলে বার্লিন এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
জার্মানির আইন অনুসারে, যুদ্ধের উদ্দেশ্যে উৎপাদিত অস্ত্রগুলো শুধু ফেডারেল সরকারের অনুমোদন নিয়ে তৈরি, পরিবহন ও বাজারজাত করা যায়। ফলে দেশটির তৈরি লেপার্ড ২ ব্যাটল ট্যাংক অন্য কোনো দেশের হাতে থাকলেও সেটি নতুন করে ইউক্রেন বা ভিন্ন কোনো দেশে পাঠাতে হলে বার্লিনের অনুমতির প্রয়োজন হবে।
জার্মানির আইনে, এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির চ্যান্সেলরকে দেওয়া হয়েছে।
(আহৃত)