বাংলার আকাশ নিউজ ২৪ ডটকম ডেস্কঃ
আগামীতে নিজেদের মধ্যে দাঙ্গা মারামারি না করার শর্তে উপজেলা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম ও গোয়ালদী গ্রামবাসী।
সোমবার বিকাল তিনটায় ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের হাতে এ সকল দেশীয় অস্ত্র জমা দেন তারা।
দেশীয় এসকল অস্ত্রের মাঝে আছে ১৮ টি ঢাল, ৯টি কাঁতরা, ২টি ঝুপি এবং ১ টি ভেলা।
এসব অস্ত্র দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে দাঙ্গা মারামারি করে আসছিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামের অধিবাসীরা।
আর এতে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ও ঘটেছে।
এছাড়াও বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাংচুর, মামলা হামলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উভয় পক্ষই।
এই দুই গ্রামের মাতবরদের দ্বন্দ্বে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যক্রমে বিবাদমান দুই পক্ষের লোকদের এক করার উদ্যোগ নেওয়া হয়। আর এতে সম্মতিও জানিয়েছে উভয় গ্রামের মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এলাকার শান্তি ফেরানোর প্রতিজ্ঞা ও দাঙ্গা নিরসনে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।