বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় মধুখালী উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে সমাপ্ত হয়েছ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে। মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর এর সভাপতিত্বে মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মোছাঃ মোরশেদা আক্তার মিনা, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফরিদপুর, বাবুল আক্তার, সংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, মধুখালী, ফরিদপুর, মো: আব্দুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎপল কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।
(আহৃত)