বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ
ফরিদপুর শহরস্থ আলীপুর শেখ রাসেল স্কয়ার ক্রীড়া কমপ্লেক্সে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মোঃ শামীম হক এর নেতৃত্বে বিএনপি জামাত এর নৈরাজ্য সৃষ্টি, আগুন সন্ত্রাস এবং বিশৃঙ্খলার প্রতিবাদে আজ সকাল দশটায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে বিএনপির নৈরাজ্য, বিশৃঙ্খলা, জ্বালাও পোড়াও এর প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এতে আওয়ামী লীগ , যুবলীগ শ্রমিক লীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।