বাংলার নিউজ ২৪ ডট কম ডেস্কঃ
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আগুন পোহাতে গিয়ে অনিল সাধু (৮৫) নামে মন্দিরের এক পুরোহিতের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অনিল সাধু কয়রা কালিবাড়ি মন্দিরের পুরোহিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অনিল সাধু মন্দির চত্বরে আগুন পোহানোর সময় গায়ে আগুন ধরে যায়। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
কালিবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ সাহা বলেন, গত ৩৫ বছর ধরে অনিল সাধু কালিবাড়ি মন্দিরে পুরোহিত হিসেবে আছেন। তার বাড়ি ফরিদপুর এবং তার পরিবারের সবাই ভারতে থাকেন। বৃহস্পতিবার আগুন পোহাতে গিয়ে গায়ে আগুন ধরে গায়ের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মারা গেছেন। তার মরদেহ শুক্রবার (১৩ জানুয়ারি) কালিবাড়ি মন্দিরে সমাহিত করা হয়েছে।
(আহৃত)