বাংলা্র আকাশ নিউজ ২৪ ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় (ঢাকা-খুলনা মহাসড়ক) বগাইল টোল প্লাজার উত্তর পাশে ভাঙ্গা -মালিগ্রাম সার্ভিস রোডে ভাঙ্গা মাছের আড়তগামী অটো কে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন১৭-৯৭৮৯) ধাক্কা দিলে অটোতে থাকা মাছ ব্যবসায়ী রবিউল মাতুব্বর (২৫), পিতা- সালাম মাতুব্বর, সাং চর সামাইল, থানা- শিবচর, জেলা- মাদারীপুর ঘটনাস্থলেই নিহত হন এবং অটো চালক সিরাজুল ইসলাম (৩০), পিতা-মৃত দেরাস উদ্দিন খালাসী, সাং চর সামাইল, থানা- শিবচর, জেলা- মাদারীপুর গুরুতর আহত হন। আহত অটো চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
(আহৃত)