বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ সোমবার ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাব নিয়ে এবং আগামী দিনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে অর্থ রিপোর্ট পাঠ করেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শেখ মনির হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক মোঃ শাহজাহান, আ ত ম আমির আলী টুকু, পান্না বালা, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, জাহিদ রিপন, রেশাদুল হাকিম, নাজিম বাকাউল হারুন আনসারী রুদ্র, ওয়ালী নেওয়াজ বাবু , আনোয়ার জাহিদ, তরিকুল ইসলাম হিমেল, আবিদুর রহমান নিপু, সেলিম মোল্লা, এস এম মনিরুজ্জামান , শেখ সাইফুল ইসলাম অহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রীতিভোজে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও ফরিদপুর প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম তালুকদার পি এ এ , পুলিশ সুপার, মোহাম্মদ শাহ জাহান সহ ফরিদপুর শহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন , এবং এনজিও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।