বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ
শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় মদ সহ বিভিন্ন ধরনের মাদকসেবীদের উৎপাতে নাকাল এলাকাবাসী। সন্ধ্যা হলেই লামিয়া মার্কেট, জিলানী মসজিদ, প্রফেসর্স টাওয়ার সংলগ্ন এলাকায় এসব সমাজ বিরোধীদের আনাগোনায় এলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
রবিবার (২৫ ডিসেম্বর, ২০২২) সন্ধ্যায় এমন একটি ঘটনার শিকার হন এনজিও শাপলার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল।
ঘটনার দিন চঞ্চলা মন্ডল শাপলা শিশু কেন্দ্রের শিশুদের নিয়ে ব্যাপ্টিস্ট মিশন ঘুরে দক্ষিণ ঝিলটুলি লামিয়া মার্কেট সংলগ্ন এক বন্ধুর বাড়িতে এলে মাতালদের খপ্পরে পড়েন। শহীদ নামক এক মাদকাসক্ত মাতাল অবস্থায় চঞ্চলা মন্ডলের গাড়ির ড্রাইভারকে মারধোর করে এবং গাড়িতে থাকা বিদেশিনী ও বালিকাদের ওপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করে। স্থানীয় কয়েক ব্যক্তির হস্তক্ষেপে রক্ষা পান বিদেশিনী সহ গাড়ির অন্য বালিকারা।
এমন অবস্থায় এলাকায় পুলিশী তৎপরতা বাড়ানো দরকার বলে আশা করেন স্থানীয়রা।
উলেখ্য, একই স্থানে গত ১৯ ডিসেম্বর রনি নামক এক মাদকসেবী চাপাতি হাতে পথচারী ও পার্শ্ববর্তী বসতবাড়িতে হামলা চালায়। এলাকাবাসী থানায় খবর দিলে ফরিদপুর সদর থানার এস আই নাইম এসে রনিকে গ্রেপ্তার করেন।
(আহৃত)